ইউক্রেনের হাতে ৩০ দিন সময় আছে : মার্কিন জেনারেল

0
126

খবর ৭১ ডেস্ক: ইউক্রেনে রুশ বাহিনী উৎখাতে গত তিন মাস ধরে পাল্টা আক্রমণ চালাচ্ছে জেলেনস্কির যোদ্ধারা। কিন্তু প্রত্যাশা অনুযায়ী ফল না আসায় কিছুটা হতাশ পশ্চিমা মিত্রদেশগুলো। এ পরিস্থিতিতে মার্কিন সেনাপ্রধান জেনারেল মার্ক মিলি বলেছেন, আসছে শীতে জোরালো আক্রমণ ধরে রাখাটা কঠিন। শীত আসার আগে কিয়েভের হাতে আর আছে ৩০ দিন।
সম্প্রচারমাধ্যম বিবিসির সানডে উইথ লরা কুয়েনসবার্গ প্রোগ্রামে আলোচনার সময় জেনারেল মার্ক মিলি বলেন, তীব্র শীতে পরিস্থিতি কৌশলে ইউক্রেনের পক্ষে আনা আরও কঠিন করে তুলবে।

তবে সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, রুশ বাহিনীর বিরুদ্ধে চলমান পাল্টা আক্রমণ প্রত্যাশার চেয়ে অনেক ধীরগতি। তবে, আশার কথা হচ্ছে, তীব্র লড়াই এখনও চলছে।
তিনি আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী সবকিছু না হলেও পাল্টা আক্রমণ ব্যর্থ হয়ে গেছে, এখনই বলা যাবে না। রুশ সেনাদের দিকে অনেকটা ধীর গতিতে এগোচ্ছে ইউক্রেনীয় সেনারা।’
আবহাওয়া প্রসঙ্গে মার্কি মিলি বলেন, এখনও সময় আছে হাতে। সম্ভবত ৩০ থেকে ৪৫ দিনের লড়াই করার মতো আবহাওয়া আছে। যুদ্ধ এখনও শেষ হয়নি। তারা যা অর্জন করতে চাচ্ছে সেটির জন্য লড়াই এখনও শেষ করেনি। সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here