কেরানীগঞ্জে আগুনে মারা গেলেন একই পরিবারের ৬ জনই

0
127

খবর ৭১: কেরানীগঞ্জের রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় রোজা মনি (৫) নামে এক শিশু মারা গেছে। এ ঘটনায় একই পরিবারের ছয় জনই মারা গেলেন।
শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
অগ্নিকাণ্ডে দগ্ধ তিন জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর মঙ্গলবার ঘটনাস্থলেই মারা যান তিন জন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, শিশুটির শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে রোজা মনির বাবা সোহাগ মিয়া, মা মিনা আক্তার, বোন তাইয়েবা আক্তার, চাচি জেসমিন আক্তার ও জেসমিনের মেয়ে তিশা মারা যান।
উল্লেখ্য, গত মঙ্গলবার ভোর ৪টার দিকে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের গদারবাগ এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় ভোর সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here