রাজধানীর বায়তুল মোকাররমে গত ১ আগস্ট সমাবেশ কর্মসূচির অনুমতি না পেয়ে আজ ৪ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু আজকের সমাবেশেও অনুমতি না পাওয়ায় আগামী রোববার (৬ আগস্ট) বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
শুক্রবার (৪ আগস্ট) সকালে রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
তিনি বলেন, ‘আজকের সমাবেশ বাস্তবায়নে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। আমরা বারবার বলে আসছি, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ধরনের সংঘাত, সংঘর্ষে বিশ্বাসী নয়।’
প্রশাসন সহযোগিতার পরিবর্তে একটি সংঘাতমুখর পরিবেশের অবতারণা করেছে অভিযোগ করে জামায়াতের নায়েবে আমির বলেন, ‘আমরা আজ সোহরাওয়ার্দী উদ্যোনের সমাবেশের কর্মসূচি স্থগিত করছি। এর প্রতিবাদে ৬ আগস্ট বাংলাদেশের সব বিভাগীয় শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচি বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ এবং প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।’