রাজধানীতে বিএনপির পদযাত্রা চলছে

0
115

খবর ৭১:  শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার ১ দফা দাবিতে ঢাকা মহানগর বিএনপির পদযাত্রা শুরু হয়েছে।
বিএনপি ও সমমনা দলগুলো পূর্বঘোষিত দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ঢাকাসহ সারাদেশের ৮২ সাংগঠনিক জেলায় একযোগে পদযাত্রা কর্মসূচি করছে।
রাজধানী উত্তরার আবদুল্লাহপুর থেকে বুধবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে এ পদযাত্রা শুরু হয়। যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় গিয়ে পদযাত্রা শেষ হবে।
এর আগে সকাল থেকেই পদযাত্রায় অংশ নিতে আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। তারা মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।
জানা গেছে, আবদুল্লাহপুর পলওয়ে মার্কেটের সামনে থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে পদযাত্রাটি।

এর আগে, গতকাল মঙ্গলবার রাজধানীর গাবতলী থেকে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত পদযাত্রা করে বিএনপি। এ দিন সমমনা রাজনৈতিক দলগুলো ঢাকায় পদযাত্রা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here