আমাদের এক দফা, সুষ্ঠু নির্বাচন : জাপা মহাসচিব

0
137

খবর ৭১: দেশের মানুষ একটি নিরপেক্ষ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো: মুজিবুল হক। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি এক দফা নিয়ে আছে। বিএনপি সরকারের পদত্যাগ চায়। আর আওয়ামী লীগ শেখ হাসিনার অধীনে নির্বাচন চায়। জাতীয় পার্টির এক দফা হচ্ছে, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সরকারকেই সংলাপের উদ্যোগ নিতে হবে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে মুজিবুল হক এসব কথা বলেন।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ইইউ প্রতিনিধিদলের সদস্যরা জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মশরুর মাওলার গুলশানের বাসায় পৌঁছান। পরে সেখানে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে প্রায় পৌনে এক ঘণ্টা বৈঠক করেন তারা। বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব মো: মুজিবুল হক ছাড়াও দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) ও চেয়ারম্যানের বিশেষ দূত মশরুর মাওলা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মুজিবুল হক সাংবাদিকদের বলেন, ‘উনারা (ইইউ প্রতিনিধিরা) এসেছেন, ইউরোপীয় ইউনিয়নের আরেকটি টিম (প্রতিনিধিদল) আসবে ২৩ জুলাই। তারা বিভিন্ন দল ও পক্ষের সঙ্গে আলোচনা করছেন আগামী নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, ভালোভাবে হয়, নিরপেক্ষভাবে হয়- এ বিষয়ে তারা কথা বলছেন। দু’টি টিম তাদের মূল্যায়ন প্রতিবেদন দেয়ার পর তারা সিদ্ধান্ত নেবেন পর্যবেক্ষক পাঠাবেন কি না।’

ইইউ প্রতিনিধিদলটি জাতীয় পার্টির কাছে কী জানতে চেয়েছে- এমন প্রশ্নের জবাবে মুজিবুল হক বলেন, ‘আমরা বলেছি, নির্বাচন আমরা চাই, দেশের মানুষ চায় একটি নিরপেক্ষ নির্বাচন। সে নির্বাচনটা যদি করতে হয়, তাহলে নির্বাচন কমিশন এবং সরকারের সবচেয়ে বড় ভূমিকা দরকার। এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটা আলোচনার মাধ্যমে সম্ভব। আসলে মূল পদক্ষেপটা সরকারের পক্ষ থেকে নেয়া প্রয়োজন।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো কথা হয়েছে কি না, জানতে চাইলে মুজিবুল হক বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো কথা হয়নি। তারা এটা নিয়ে ইন্টারেস্টেড (আগ্রহী) না।’

জাতীয় পার্টি সংলাপ চায় কি না, এমন প্রশ্নের জবাবে দলটির মহাসচিব বলেন, জাতীয় পার্টি অবশ্যই সব সময় সংলাপ চায়। কারণ সংলাপ ছাড়া তো কোনো সমস্যার সমাধান হবে না। তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, বড় দু’টি রাজনৈতিক দল আজকে দুই পয়েন্টে (অবস্থানে)। দুই দলই বলছে, এক দফা। কিসের এক দফা? আমরা চাই জনগণের স্বার্থে কোনো দফাটফা না; নির্বাচনটা কিভাবে করা যায়, সুষ্ঠুভাবে করা যায়, সবার সহযোগিতায়- সে বিষয়ে সবার একসঙ্গে কথা বলা দরকার।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here