সংবিধান মেনেই আগামীতে জাতীয় সংসদ নির্বাচন করব: আইনমন্ত্রী

0
95

খবর ৭১: দেশের সংবিধান না মানলে তাদের বাংলাদেশের নাগরিক বলাটা সঠিক নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শুক্রবার (১৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি সংবিধান দিয়েছেন। এ সংবিধান মেনেই আগামীতে জাতীয় সংসদ নির্বাচন করব। যারা দেশের সংবিধান মানে না তাদেরকে বাংলাদেশের নাগরিক বলাটা সঠিক নয়। বিএনপি নেতারা অনেক কথাই বলছেন। আমরা বাংলাদেশের সংবিধান মেনে চলেছি।’

এ সময় তার সঙ্গে ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল এবং কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূঁইয়া জীবনসহ দলীয় নেতা-কর্মীরা। পরে মন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা কসবার উদ্দেশে আখাউড়া ত্যাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here