গোপালগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৪

0
120

খবর ৭১: গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের আরামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম জানান, রোগী নিয়ে খুলনা থেকে একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরিত দিক থেকে আসা ঘোনাপাড়াগামী মাটি কাটা এস্কেভেটর বহন করা ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় পর ঘটনাস্থলেই একজন নিহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পথে একজন ও হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়।

গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুয়েল সরকার বলেন, দু’জন হাসপাতালে আনার আগে ও দু’জন হাসপাতালে আসার পর মারা যান।

দুর্ঘয়টনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান চিকিৎসক জুয়েল সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here