বগুড়ায় অটোরিকশা-ভটভটি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

0
107

খভর ৭১:বগুড়া সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মধ্যে সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জুন) সকালে উপজেলার এরুলিয়া এলাকায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার চকবাউলিয়া গ্রামের রাশেদ শেখের দুই শিশু কন্যা আশা মনি (৭) ও খাদিজা (৩) এবং অটোরিকশাচালক আমিনুল ইসলাম (৩০)। এ ঘটনায় নিহত দুই বোনের বাবা-মা গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে এরুলিয়া এলাকায় অটোরিকশা ও ভটভটির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন চারজন। তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর আরও এক শিশু ও অটোরিকশাচালকের মৃত্যু হয়।

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এটিএসআই লালন হোসেন জানান, নিহত শিশু দুটির বাবা রাশেদ কাঠমিস্ত্রির কাজ করতেন। ঈদ উপলক্ষে সকালে বিবির পুকুর থেকে অটোরিকশায় করে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে এরুলিয়াতে গরুবোঝাই ভটভটির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here