নড়াইলি এক্সপ্রেস ফুটবলার মাশরাফি!

0
586

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি:
ঈদের সময় প্রিয় খেলোয়াড় ‘হাতের নাগালে’। তাই আশপাশ জেলার মানুষও চলে এসেছেন। সবার আগ্রহ জাতীয় দলের প্রিয় খেলোয়াড় মাশরাফি বিন মর্তুজাকে কাছ থেকে একটু দেখা, একটা সেলফি তোলা। কিন্তু তার খেলাতো আর দেখা হল না! যারা তার খেলা দেখতে পারেনি, তাদের আফসোস আরো বেড়েছে। কারণ ‘নড়াইল এক্সপ্রেস’ খেলেছেন, তাও আবার ফুটবল। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় শুভেচ্ছা ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত এ খেলায় ক্লাবের সদস্যরা দুই দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। ক্লাবের সিনিয়র সদস্যদের দলের নেতৃত্ব দেন মাশরাফি বিন মর্তুজা। আর ছোট সদস্যদের নেতৃত্ব দেন মাশরাফির ছোট ভাই মুরসালিন সিজার। খেলাটি ১-১ গোলে অমিমাংসিত থেকে যায়। ঈদের ছুটিতে বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। মাশরাফির ফুটবল খেলার খবর পেয়ে পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও ভক্তরা ছুটে আসেন। খেলা দেখতে আসেন মাশরাফির মা হামিদা মর্তুজাও। কথা হয় তার সঙ্গে। তিনি জানান, মাশরাফি ছোট বেলা থেকেই ফুটবলসহ বিভিন্ন খেলায় পারদর্শী। যশোর থেকে আগত মাশরাফি ভক্ত সেলিম আহম্মেদ জানান, এতদিন জানতাম মাশরাফি একজন ভাল ক্রিকেটার। আজ মাশরাফির ফুটবল খেলা দেখে মনে হল মাশরাফি যদি নিয়মিত ফুটবল খেলতেন তাহলে একজন ভাল ফুটবলার হিসেবেও তার খ্যাতি ছড়িয়ে পড়ত।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here