অনলাইনে পাওয়া যাবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের টিকিট

0
101

খবর ৭১: অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে আয়ারল‌্যান্ড সিরিজ থেকে। সেই ধারাবাহিকায় আফগানিস্তান সিরিজের টিকিটও অনলাইনে ছেড়েছে বিসিবি। সেবার প্রাথমিকভাবে সীমিত সংখ‌্যক টিকিট ছাড়লেও এবার বিসিবি আগের চেয়ে বেশি টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

১৪ থেকে ১৮ জুন মিরপুর শের-ই-বাংলায় আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। ম‌্যাচের আগের দিন টিকিট নিশ্চিত করে সেদিন কিংবা ম‌্যাচের দিন সকালে টিকিট সংগ্রহ করা যাবে। টিকিট কিনতে লগ ইন করতে হবে বিসিবির অফিসিয়াল পেইজে এই ঠিকানায় ( https://ticket.tigercricket.com.bd/registration )।

আগামীকাল সোমবার (১২ জুন, ২০২৩) দুপুর ২টার পর থেকে টিকিট বিক্রি শুরু হবে। জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নম্বর দিয়ে করতে হবে রেজিস্ট্রেশন। একটি রেজিস্টার্ড অ‌্যাকাউন্ট থেকে সর্বোচ্চ দুটি টিকিট কাটা যাবে।

টিকিট কোড নিশ্চিতের মাধ‌্যমে টিকিট কেনা সফল হবে। সেই কোড এবং জাতীয় পরিচয়পত্র নিয়ে স্টেডিয়ামের এক নম্বর গেটের কাছের বুথ থেকে স্বশরীরে টিকিট সংগ্রহ করতে হবে।

ম‌্যাচের আগের দিন ও ম‌্যাচের দিন সকাল সাড়ে নয়টা থেকে ৪টা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে।

টিকিটের মূল্য:
গ্র্যান্ড স্ট্যান্ড: ১০০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড: ৫০০ টাকা
ক্লাব হাউজ: ৩০০ টাকা
নর্থ/সাউথ স্ট্যান্ড: ২০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড: ১০০ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here