খবর৭১: ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। রাতেই পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেয় পুলিশ।
শুরুতে অনেকেই অর্পিতা কবিরের সঙ্গে ছোটপর্দার অভিনেত্রী সাফা কবিরের নাম জড়িয়ে মৃত্যুর খবর ছড়ান। কয়েকটি অনলাইন মিডিয়াও সাফার নাম জড়িয়ে খবর প্রকাশ করে। আর এতে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন এই অভিনেত্রী।
এরপর নিজের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে পোস্ট দেন অভিনেত্রী সাফা। তিনি লেখেন- ‘হ্যালো এভ্রিওয়ান। সবাইকে ছুটির দিনের শুভেচ্ছা। একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে।’
তিনি ভালো রয়েছেন জানিয়ে বলেন, ‘আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন।’