সৈয়দপুরে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা হেলপার নিহত

0
165

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
সৈয়দপুরে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় পলক চন্দ্র (২৬) নামে ট্রাকের হেলপার (চালকের সহকারি) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১জুন) সকালে উপজেলার কামারপুকুর ইউনিয়নের সৈয়দপুর- রংপুর সড়কের হাজির বটতলা নামক স্থানে ওই দূর্ঘটনা ঘটে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম ও তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুব মোর্শেদ ঘটনার সতত্যা নিশ্চিত করেন। নিহত পলক চন্দ্র পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের তালপুকুর গ্রামের সুরেশ চন্দ্রের পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়,
আরএফএল কোম্পানীর রংপুর ডিপো থেকে বিভিন্ন মালামাল নিয়ে কোম্পানীর নিজস্ব ট্রাকটি ঠাকুরগাঁওয়ে যাচ্ছিল। কিন্তু পথিমধ্যে ট্রাকটি উল্লিখিত স্থানে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে চালক লাফিয়ে কোনমতে বের হলেও চালকের সহকারি পলক চন্দ্র ঘটনাস্থলে নিহত হন। ওই এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শী মো. আলম জানান, মালামাল বোঝাই ট্রাকটি সকাল ৮ টার দিকে হাজীর বটতলা এলাকায় পৌছুলে পিছন দিক থেকে আসা অপর একটি ওভারটেকের চেষ্টা করে। এসময় আরএফএল কোম্পানীর মালামাল বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার পলক ঘটনাস্থলে মারা যায়।খবর পেয়ে সৈয়দপুর থানা ও তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশীদ আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে ট্রাকের ভিতর আটকে পড়া হেলপারের (চালকের সহকারি) মরদেহ উদ্ধার করা হয়। তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মাহবুব মোর্শেদ জাানান,ট্রাকের হেলপার পলক চন্দ্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here