আকাশপথে করোনার সব বিধিনিষেধ বাতিল

0
117

খবর৭১: এতদিন বিদেশ থেকে আসতে যাত্রীদের করোনা পরীক্ষা কিংবা ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে রাখার যে বিধিনিষেধ ছিল, সেটি বাতিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক থেকে গত ২৫ মে এ সংক্রান্ত নির্দেশনায় করোনাভাইরাস নিয়ে আকাশপথে সব ধরনের বিধিনিষেধ বাতিল করা হয়েছে। ফলে এখন করোনা পরীক্ষা কিংবা ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে না যাত্রীদের।

এতদিন বিদেশ থেকে আসতে হলে যাত্রীদের ভ্যাকসিন গ্রহণের প্রমাণ সঙ্গে রাখতে হতো। আর কারো ভ্যাকসিন দেওয়া না থাকলে করোনা পরীক্ষা করে দেশ আসতে হতো।

এর আগে বিদেশ থেকে বাংলাদেশে আসতে যাত্রীদের অনলাইনের হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হতো। ২০২২ সালের ৩০ অক্টোবর সেটিও বাতিল করে বেবিচক। তবে তখন নির্দেশনা দেওয়া হয়েছিল, যাত্রীদের ভ্যাকসিন গ্রহণের প্রমাণ সঙ্গে রাখতে হবে।

বেবিচক বলেছে, বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার ক্ষেত্রেও এ বিধিনিষেধ বাতিল করা হয়েছে। তবে যাত্রী যে দেশে যাবেন, সে দেশের নির্দেশনা অনুসরণ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here