মদনে বজ্রপাতে কৃষকের মৃত্যু

0
121

মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে
জয়নাল আবেদিন (৪০) নামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। তিনি উপজেলার বাগজান গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, জয়নাল আবেদিন মঙ্গলবার সকালে বাড়ির সামনের বিলে মাছ ধরতে যায়। এ সময় হালকা বৃষ্টিপাতের মধ্যে বজ্রপাত ঘটে। এতে জয়নাল আবেদিন আহত হয়। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া জানান, মঙ্গলবার সকালে বজ্রপাতে জয়নাল আবেদিন নামে একজন লোক মারা গেছেন। এমন সংবাদ শোনে আমি তার গ্রামের বাড়ি যাই এবং পরিবারের খোঁজ খবর নেই। প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের
সদস্যদেরকে ২০ হাজার টাকা আর্থিক অনুদান দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here