বিচ্ছেদের পর সানাইয়ের ১ মিনিট ৩৭ সেকেন্ডের ভিডিও ভাইরাল

0
127

খবর ৭১: আলোচিত মডেল ও অভিনেত্রী সুপ্রভা মাহবুব বিনতে সানাই অনেকটা গোপনেই আবু সালেহ মুসা নামে এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আবার হঠাৎই সানাইয়ের সংসারে বিচ্ছেদের সুর উঠেছে।

রোববার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর থেকেই সেই গুঞ্জনের সত্যতা মেলে। ফেসবুকে সানাই লিখেছেন, ‘বিবাহ এবং বিচ্ছেদ দুইটাই খুব স্বাভাবিক ব্যাপার। এগুলা জীবনেরই অংশ। এবং সব দোষ যে মেয়েদেরই এমনটাও ভাবার কিছুই নাই।’

এদিকে তার এই বিচ্ছেদের খবরের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ১ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। নেটমাধ্যমে এরইমধ্যে তোলপাড় শুরু হয়েছে সেই ভিডিওকে কেন্দ্র করে।

গত ১৯ মে পোস্ট করা সেই ভিডিওতে সানাই বলেন, ‘অনেক দিন পরে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে এই ভিডিওটার উদ্দেশ হচ্ছে, ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করেই চোখের সামনে একটা ভিডিও চলে আসলো আমার। যে ভিডিওটা সম্পূর্ণ রকমের বানোয়াট। ভিডিওটিতে তারা আসলে আমার একটু ব্যতিক্রম ধরনের ফিগার নিয়ে কথা বলেছেন। এই ভিডিওতে শুধু আমি একা নই, আরও অনেক সেলিব্রিটিই আছেন।’

তিনি আরও বলেন, ‘মূলত ছবি নানান ধরনের অ্যাঙ্গেলে ছবি কেটে কেটে তারপর জোড়া দিয়ে এই ভিডিওটি নির্মাণ করা হয়েছে। আমি নাম বলতে চাচ্ছি না কারণ আপনার গোপনীয় রক্ষা করলাম। আপনারা দয়া করে মানুষের ছবি নিয়ে এই ধরনের উল্টা পাল্টা ভিডিও বানাবেন না। এটা কোনো মানেই হয় না। মানুষের তো অনেক কাজ আছে কিন্তু এই অন্য জনের জীবন নিয়ে এরকম ভিডিও বানিয়ে কি পান আপনারা?’

প্রসঙ্গত, সানাইয়ের অধিকাংশ কাজই সমালোচিত। একটা সময় সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা বিচরণ ছিল তার। অশ্লীলতার অভিযোগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে হাজিরাও দিয়েছিলেন। সে সময় মুচলেকায় সই করে ছাড়া পান। ২০২১ সালে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তিনি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সচল থাকলেও আগের মতো খোলামেলাভাবে আর দেখা যায় না তাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here