মিজানুর রহমান মিলন, সৈয়দপুর :
সৈয়দপুরে গভীররাতে ভয়াবহ অগ্নিকান্ডে সার, কীটনাশক ও ওষুধের তিনটি দোকানে থাকা নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চান্দিয়ারডাঙ্গা বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই বাজারে ক্ষতিগ্রস্থ সার, কীটনাশক ও মুদি বয়বসায়ী সুরেশ চন্দ্র (৪৫) জানান, ওই বুধবার রাত ১২ টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান তিনি। ভোর চারটার দিকে ওই এলাকার আবুল হোসেনের পুত্র পোড়ারহাট মসজিদের ইমাম রেজাউল করিম কাওসারী বাজারে দোকানে আগুন জ্বলতে দেখে তাঁকে ফোন দেন। একইভাবে খবর পান বাজারের সার ও ওষুধ ব্যবসায়ী এনহাজ শাহ (৪৮) ও আতিয়ার রহমান শাহ (৫৬)। তারা বাসা থেকে এসে দেখেন দমকল বাহিনীর সদস্যরা আগুন নেভাতে ব্যস্ত। কিন্তু ততক্ষণে তাদের সব পুড়ে ছাই। এদের মধ্যে সুরেশ চন্দ্রের নগদ ১০ হাজার টাকাসহ দোকানের ৬ লাখ টাকার মালামাল, এনহাজ শাহের নগদ পাঁচ হাজার টাকাসহ তিন লাখ টাকার মালামাল ও আতিয়ার রহমান শাহ’র এক লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানান,রাত একটা থেকে মুষলধারে বৃস্টি ও ঝড় শুরু হয়। সে সময় কোন বিদ্যুৎ ছিলনা। তাদের ধারণা কে বা কাহারা আগুনের ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় তারা এখন পথের ফকির হয়ে গেলেন বলে জানান তারা। পোড়ারহাট মসজিদের ইমাম রবিউল করিম কাওসারী জানান, রাত পৌনে চারটার দিকে বাজারে আগুন দেখে দোকান মালিক ও ফায়ার সার্ভিসে খবর দেন তিনি। ওই ওয়ার্ডের ওয়ার্ড সদস্য রবিউল ইসলাম বলেন, আগুনের ঘটনাটি রহস্য জনক। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের দায়িত্বরত সদস্য শাহিন হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ওই তিন দোকানের প্রায় আট লাখ টাকার মালামাল পুড়ে গেছে। অগ্নিকান্ডের কারণ অজ্ঞাত জানিয়ে বলেন তদন্ত সাপেক্ষে আগুনের আসল ঘটনা জানা যাবে। এদিকে সকালে খবর পেয়ে সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন ও বোতলাগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার জুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তারা জানান, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ থেকে ক্ষতিগ্রস্থদের সহায়তা দেওয়া হবে।