আমার ছেলের ওপর অবিচার হয়েছে: জাহাঙ্গীরের মা

0
106

খবর ৭১: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা বেগম জায়েদা খাতুন এই প্রথম গণমাধ্যমের সঙ্গে কথা বললেন। তিনি বললেন, মিথ্যা ও ভুয়া অভিযোগ তুলে গত ১৮ মাস ধরে আমার ছেলের ওপর অনেক অবিচার হয়েছে। তার সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। তাই আমি নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছি। দেখি আল্লাহ পাকের ইচ্ছায় জনগণ আমাদেরকে কেমন ভালোবাসেন। আশা করছি, নগরের ৫৭টি ওয়ার্ডের জনগণ আমাদের পাশে রয়েছেন। নির্বাচনে বিজয়ী হতে পারলে ছেলেকে সঙ্গে নিয়ে আমার ছেলের অসমাপ্ত কাজ, রাস্তা-ঘাট যেগুলো অসমাপ্ত অবস্থায় পড়ে আছে সেগুলোসহ সব ধরনের কাজ করে যাবো। আর অনেক আগে থেকেই আমিও ব্যক্তিগতভাবে নানাভাবে মানুষের সেবা করে আসছি। তিনি শনিবার (৬ মে) দুপুরে নগরের ছয়দানা এলাকার নিজ বাসায় সাংবাদিকদের সাথে এসব কথা বলেছেন। আগামী ২৫শে মে অনুষ্ঠিতব্য নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম স্বতন্ত্র মেয়র হিসেবে প্রার্থী হলে মনোনয়নপত্র বাছাইয়ে ঋণখেলাপি জনিত কারণে তার প্রার্থিতা বাতিল হয়ে যায়। তবে বাছাইয়ে বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হন জায়েদা খাতুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here