গেম খেলতে খেলতে মোবাইল বিস্ফোরণে শিশুর মৃত্যু

0
150

খবর ৭১: গেম খেলতে গিয়ে মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের কেরালায়। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শিশু আদিত্যশ্রী সোমবার (২৪ এপ্রিল) রাতে অন্যান্য দিনের মতো তার মোবাইল ফোনে গেম খেলছিল। খেলা করার সময় হঠাৎ বিকট শব্দে মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়।

আদিত্যশ্রীর মা ও বাবা রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান। পরে সে হাসপাতালে মারা যায়। দেশটির পুলিশের প্রাথমিক ধারণা, মোবাইলের ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরিত হয়। ক্র্যাক হওয়া মোবাইলটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সেই রিপোর্ট পাওয়ার পর স্পষ্ট হয়ে যাবে, আদিত্যশ্রীর মৃত্যুর সঠিক কারণ কী। পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে। মোবাইল ফোনে কোনো সমস্যা ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here