রেদোয়ান হোসেন জনি, মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের জনপ্রিয় ব্যাচভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “ফ্রেন্ডশিপ-৯৮, করেরহাটের উদ্যোগে ১ এপ্রিল ৬০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গেড়ামারা ছাদেক কোম্পানি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজন সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি দীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক শামসুদ্দিন নয়ন, যুগ্ন অর্থ সম্পাদক নেজাম উদ্দীন, সদস্য জিয়া উদ্দীন, সদস্য নুরুল আলম, অনির্বাণ যুব ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দীন, ক্লাবের অফিস সম্পাদক মামুন, সদস্য তারেক, বিদ্যালয় প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বরাবরের মত প্রবাসী বন্ধুরাসহ এলাকার বন্ধুদের আর্থিক সহযোগিতায়, বুদ্ধি আর পরামর্শে এবারের আয়োজনও সফলভাবে সমাপ্ত হয়।
উল্লেখ্য ১৯৯৮ সাল থেকে শুরু হওয়া সংগঠনটি মূলত করেরহাটের বিভিন্ন স্কুল, মাদ্রাসা থেকে ১৯৯৮ সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারীরাই পরিচালিত করেন। প্রতি বছর শীতবস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্র মেয়ের বিয়েতে সহায়তাসহ প্রভৃতি মানবিক ও শিক্ষামূলক কার্যক্রম তাঁরা হাতে নেন এবং সফলভাবে শেষ করেন।