সেঞ্চুরিতে ডি ককের রেকর্ড

0
171

খবর৭১: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৪৩ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার এই তারকা ওপেনার রোববার পচেফস্ট্রুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯টি চার আর ৮টি ছক্কার সাহায্যে এই রেকর্ড গড়েন।

তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার হয়ে ২০১৭ সালের ২৯ অক্টোবর ঘরের মাঠে বাংলাদেশ দলের বিপক্ষে মাত্র ৩৫ বলে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছিলেন ডিভিড মিলার।

প্রোটিয়া ক্রিকেটার হিসেবে দ্রুততম দ্বিতীয় সেঞ্চুরি আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্র্রততম হিসেবে ১৩তম সেঞ্চুরি হাঁকান ডি কক।

৩৫ বলে ডেভিড মিলারের মতো সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের রোহিত শর্মা ও চেক প্রজাতন্দের এস বিক্রমশেখর। ৩৯ বলেও সেঞ্চুরি রয়েছে তিনজনের। ৪০ বলে একটি, ৪১ ও ৪২ বলে দুটি করে সেঞ্চুরি রয়েছে।

৪৩ বলে এর আগে সেঞ্চুরি হাঁকান নামিবিয়ার ক্রিকেটার জিন-পিয়ের কোটজে। রোববার তার মতো ৪৩ বলে সেঞ্চুরি হাঁকালেন কুইন্ডন ডি কক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here