ইতিহাসগড়া জয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়ে যা বললেন শান্ত

0
161

খবর৭১: ২০১৯ সালের ওয়ানডে এবং গত বছরের নভেম্বরে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইংল্যান্ড ক্রিকেট দল। সবশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নদের বিপক্ষে দাপুটে জয় পেল বাংলাদেশ।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ১২ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় টাইগাররা। এ ম্যাচ জেতার অন্যতম কারিগর ছিলেন নাজমুল হোসেন শান্ত।

এদিন ৩০ বলে ৮ বাউন্ডারির সাহায্যে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফিরেন শান্ত। বাংলাদেশকে জয় উপহার দিতে নিজের সর্বোচ্চ উজার করে দিয়ে খেলার চেষ্টায় ছিলেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে জোড়া ফিফটি করেছিলেন। এবার টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও দুর্দান্ত হলো এ ক্রিকেটারের।

শুধু ফিফটির ইনিংস খেলা নয়, ফিল্ডিংয়ের সময় গুরুত্বপূর্ণ তিনটি ক্যাচও নিয়েছেন শান্ত। ধরেছেন জস বাটলার, ডেভিড মালান আর স্যাম কারানের ক্যাচ।

ফলে ম্যাচসেরার পুরস্কার প্রত্যাশিতভাবে পেয়েছেন শান্ত। পুরস্কার বিতরণী মঞ্চে তিনি কৃতিত্ব দিয়েছেন হৃদয়কে, ‘তৌহিদ ভালো ব্যাট করেছিল। আমি শুধু বল দেখে শট খেলেছি। দুই উইকেট হারিয়ে খুব বেশি বিচলিত হইনি। বোলারদের বল ছিল অসাধারণ। বিশেষ করে হাসান ও তাসকিন। রনি ও লিটনও ভালো ম্যাচ গড়ে দিয়েছে, টি টোয়েন্টি ক্রিকেটে শুরুটা আসল।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here