আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন করতে অনুমতি চেয়েছে বিএনপি

0
177

খবর ৭১: আগামী ১১ মার্চ রাজধানীর আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন করতে চায় বিএনপি।

বুধবার (৮ মার্চ) বিকেলে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে দেওয়া এক চিঠিতে এ কর্মসূচির কথা জানিয়ে তার জন্য অনুমতি চেয়েছে বিএনপি।

চিঠিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে আবদুল্লাহপুরের টঙ্গী ব্রিজ থেকে শুরু হয়ে বিমানবন্দর-যমুনা ফিউচার পার্ক, বাড্ডা, রামপুরা আবুল হোটেল হয়ে মালিবাগ রেলগেট পর্যন্ত মানববন্ধনটি বিস্তৃত হবে।

অপরদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত আরেকটি মানববন্ধন মালিবাগ রেলগেট থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, আরামবাগ, মতিঝিল শাপলা চত্বর, টিকাটুলি হয়ে যাত্রাবাড়ী পর্যন্ত গিয়ে শেষ হবে।

বিএনপি নেতারা জানান, চাল, তেল, চিনি, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ ও যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবিতে আগামী ১১ মার্চ দেশের সব মহানগর ও জেলায় এই কর্মসূচি পালন করা হবে। একই কর্মসূচি পৃথকভাবে ঘোষণা দিয়েছে বিএনপির সমমনা দল এবং জোট। বিএনপির আন্দোলনের সঙ্গে একাত্বতা প্রকাশ করে গত বছরের ২৪ ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলনের নানা কর্মসূচি পালন করে আসছে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here