নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে দিচ্ছে সরকার

0
123

খবর ৭১: রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে বিস্ফোরণের ঘটনায় নিহত তিনজনের মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে ঘটা এ বিস্ফোরণে এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকার দেওয়ার পাশাপাশি আহতদের পরিবারের সদস্যদের হাতেও চিকিৎসার জন্য ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত দিচ্ছে ঢাকা জেলা প্রশাসন।

তবে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, ‘হতাহতের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। তাৎক্ষণিক এ সহায়তা অর্থ দেওয়া হচ্ছে।’

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত নিহত ১৭ জনের মধ্যে ১৬ জনের নামপরিচয় জানা গেছে। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখো হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here