সৈয়দপুরে সিনিয়র ডিভিশন ফুটবল লীগ শুরু

0
194

মিজানুর রহমান মিলন সৈয়দপুর :
নীলফামারীর সৈয়দপুরে সিনিয়র ডিভিশন ফুটবল লীগ-২০২৩ শুরু হয়েছে।
গতকাল শুক্রবার সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই ফুটবল লীগের উদ্বোধন করা হয়। বিকেলে সিনিয়র ফুটবল লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মমতাজুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও
নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন মুন। সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামের
সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র ডিভিশন ফুটবল লীগ – ২০২৩ এর আহ্বায়ক মো. আবদুস সবুর আলম। এ সময় অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়রম্যান মো. আজমল হোসেন,সহ-সভাপতি ও বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার, অতিরিক্ত সাধারণ সম্পাদক আহসান উদ্দিন বাদল, যুগ্ম-সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীন, কার্যনির্বাহী সদস্য মো. মোনায়েম হোসেন, মোকছেদ আলীসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিনিয়র ডিভিশন ফুটবল লীগের উদ্বোধনী খেলায় একতা স্পোটিং ক্লাব
বনাম ফিনিক্স ক্লাব পরস্পরের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলাটি গোল শূন্যভাবে ড্র হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো. শরিফুল ইসলাম।
আজ শনিবার (৪ মার্চ) সিনিয়র ফুটবল লীগের দ্বিতীয় দিনে দুইটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় পারমা স্পোর্টিং ক্লাব বনাম স্যামুয়েল ফুটবল
একাডেমি এবং দ্বিতীয় খেলায় একতা স্পোটিং ক্লাব বনাম রিপন ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হবে।উল্লেখ্য, সৈয়দপুর সিনিয়র ডিভিশন ফুটবল লীগ-২০২৩ এ উপজেলার ১৬টি
ফুটবল দল অংশ নিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here