ঝিনাইদহে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরহীর মৃত্যু

0
155

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পল্লী বিদুৎ অফিসের সামনে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি গাড়িতে মুখোমুখি সংর্ঘষে এক মোটরসাইকেল আরহী ঘটনাস্থলে নিহত হয়েছে।

বুধবার দশটার দিকে এই দূর্ঘটনা ঘটে।নিহত যুবক ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটী ইউনিয়নের পোতাহাটী গ্রামের শাহাজান আলীর ছেলে মোঃ মিঠুন ইসলাম (২৫)।তিনি ঝিনাইদহে এম এম আয়ুর্বেদিক প্রতিষ্ঠানের সেলস রিপ্রেজেন্টটেটিভ হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি বাস ঝিনাইদহের পল্লী বিদুৎ সমিতির সামনে এলে বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেল কে পিষ্ট করে ১৫ থেকে ২০ গজ টেনে নিয়ে যায়,তখন লোকজন দৌড়ে এলে চালক গাড়ী ছেড়ে পালিয়ে যায়।তাৎক্ষনিক স্থানীয়রা ফায়ার সাভির্সে খবর দিলে তারা ছুটে গিয়ে লাশটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে।বাসটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here