পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
ঐতিহ্যবাহী কপিলমুনি কলেজে ২০২২-২৩ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম।বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার, কলেজ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সমাজ সেবক প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব এরফান আলী মোড়ল, উপজেলা আ’লীগের যুগ্ম সাঃ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আঃ রাজ্জাক রাজু, কেকেএসপির সভাপতি শেখ আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক সমাজ সেবক এম বুলবুল আহম্মেদ,কলেজ গভর্ণিং বডির সদস্য সাংবাদিক শেখ দ্বীন মাহমুদ, রাম প্রসাদ পাল ও প্রনাব কুমার মন্ডল প্রমূখ।অনুষ্ঠান স ালনায় ছিলেন প্রভাষক ময়েজুর রহমান।
অনুরুপ ভাবে পাইকগাছা পৌর সদরের ঐতিহ্যবাহী দু’টি কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন ও পরিচিতিমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাইকগাছা সরকারি কলেজের গণিরাম মিলনায়তনে সহকারী অধ্যাপক ও ভর্তি কমিটির আহবায়ক আমান উল্যা গাজী’র সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক স্বপন ঘোষের স ালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল। বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী
অধ্যাপক আলহাজ্ব রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক সরদার জামাল উদ্দীন, আ জ ম আব্দুল হাকিম, জিএমএ রাজ্জাক, এফএম ইলিয়াস হোসেন, প্রভাষক লিলিমা খাতুন, মাহবুবা নাজনীন ইরানী, মাধুরী রানী মন্ডল, আসমা আক্তার, মাসুদুর রহমান মন্টু, মোমিন উদ্দীন, সুফল চন্দ্র মন্ডল, আসাবুর রহমান শিমুল, প্রেসক্লাবের সহ- সভাপতি মোঃ আব্দুল আজিজ, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, শিক্ষার্থী
তৌহিদুজ্জামান ও মিতা গাইন।
অনুরূপভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম হাফিজুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের স ালনায় ফসিয়ার রহমান মহিলা কলেজের অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, আব্দুল আলীম, গাজী নূর মোহাম্মদ, সরদার আব্দুর রাজ্জাক, হোসনেয়ারা খানম, প্রভাষক আলহাজ্ব শহিদুল ইসলাম, আবু সাবাহ, রফিকুল
ইসলাম, সাথী রানী শিকদার, শিক্ষার্থী মুশফিকুজান্নাত মৌসি, নূর মালিহা, তাবাচ্ছুম জান্নাত, দ্যুতি রায় ও সোমা দাশ। অনুষ্ঠানে ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।