হরিপুরে লাশ উদ্ধার

0
194

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: হরিপুর উপজেলার কাঠালডাঙ্গীবাজারে আজ সন্ধ্যায় একটি লাশ উদ্ধার করেছে হরিপুর থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বাজারে আজ সন্ধ্যায় টেংরিয়া গোপালপুর গ্রামের আব্দুল খালেক নাম এক ব্যক্তি বিরোল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের গগনপুর গ্রামের ধান ব্যবসায়ী মুনসুর কে গাছ কাটা কুড়াল দিয়ে কুপ দিলে ঘটনার স্থলে সে মারা যায়।
স্থানীয়রা জানান, ধান ব্যবসাকারী মুনসুর ধান ক্রয় করার জন্য আজ মঙ্গলবার বিকালে কাঠালডাঙ্গী বাজারে আসলে এবং একটি চা দোকানে বসে চা পান করার সময় খালেক নামে ব্যক্তি কুড়াল দিয়ে মুখ বরাবর কুপ দিলে ঘটনার স্থলে সে মারা যায়।
হরিপুর থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান,
খুনি আব্দুল খালেক কে আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here