ইভিএমে ভোট: ইসির সক্ষমতা ৫০ আসনে

0
448

খবর ৭১: নির্বাচন কমিশনের (ইসি) কাছে যে পরিমাণ ইভিএম মেশিন রয়েছে সেগুলো দিয়ে আগামী জাতীয় নির্বাচনে ৫০ আসনে ভোট গ্রহণ করা যাবে। এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি।

তবে নতুন ইভিএম মেশিন কিনতে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে জানিয়ে সিইসি বলেন, নতুন ইভিএম মেশিন কেনার জন্য ইতোমধ্যে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। এটি যাছাই বাছাই চলছে।

পটুয়াখালী জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে মত বিনিময় সভায় নির্বাচন কমিশন সচিবলায়ের সচিব জাহাঙ্গীর আলম, পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here