সৈয়দপুরে লায়ন্স ক্লাবের চক্ষু শিবির অনুষ্ঠিত

0
216

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর : লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশের অক্টোবর সেবা মাস -২২ উপলক্ষে সৈয়দপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ অক্টোবর) সকালে উপজেলার খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজে ওই চক্ষু শিরিরের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন। খাতামধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ রানা পাইলটের সভাপতিত্বে ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর’র সভাপতি লায়ন মো. শফিয়ার রহমান সরকার। অক্টোবর সেবা মাস উদযাপন কমিটির আহ্বায়ক লায়ন প্রভাষক মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মরিয়ম চক্ষু হাসপাতালের ডিজিএম মো. জাকির হোসেন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব জেলা ৩১৫এ ২ বাংলাদেশ’র রংপুর বিভাগীয় কো-অর্ডিনেটর ও লায়ন মো. রেয়াজুল আলম রাজু এমজেএফ, চক্ষু শিবির উদযাপন কমিটির আহ্বায়ক লায়ন রানা আজহার, লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের সম্পাদক লায়ন সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ লায়ন মশিউজ্জামান শৈবাল, ডিরেক্টর লায়ন শফিউল আলম সাজু প্রমুখ।
স্থানীয় মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় সকাল নয়টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্রি চক্ষু শিবিরে ২৮১ জন রোগীর চোখ পরীক্ষা শেষে প্রয়োজনীয় চিকিৎসাসেবা, বিনামুল্যে ওষুধ ও চশমা প্রদান করা হয়। এছাড়া ওই শিবিরে ৩১ জন চক্ষু রোগীর চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। এসব রোগীদের লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের সহযোগিতায় মরিয়ম চক্ষু হাসপাতালে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে অক্টোবর সেবা মাসের গৃহিত কর্মসূচির ষষ্ঠ দিনে আগামী ১১ অক্টোবর রয়েছে বৃক্ষরোপন ও চারা বিতরণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here