বেনাপোলে শহীদ শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন হয়েছে

0
138

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শহীদ শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার বেলা ৩ টার সময় বেনাপোল বলফিল্ড মাঠে বর্ণাঢ্য আয়োজনে ৮ দলের সমন্বয়ে এ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেন বেনাপোল সমাজ কল্যাণ সংস্থা নামে একটি সামাজিক সংগঠণ।

বেনাপোল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জুলফিকার আলী মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন রিমনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জমকালো ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) কামাল হোসেন ভুঁইয়া।
প্রধান অতিথি হিসেবে তিনি স্থানীয় সূধীবৃন্দ ও খেলোয়ারদের সাথে নিয়ে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী যাত্রা শুরু করে দেন। টুর্ণামেন্টটি ২২ অক্টোবর পর্যন্ত চলবে। পরে ফাইনাল খেলার দিন জানিয়ে দিবেন খেলার আয়োজক কমিটি।

এ অনুষ্ঠানে ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, বহুকাল থেকে বেনাপোলের একটি চিহ্নিত নাম ছিলো মাদকাসক্ত এলাকা হিসেবে। সেখানে পর্যায়ক্রমে মাদকাসক্তের পরিমাণ অনেক কমে এসে এখন খেলাধূলা, সাংস্কৃতিক চর্চা, বিবিধ অনুষ্ঠানসহ অনেক সুন্দর সুন্দর আচার-অনুষ্ঠান হচ্ছে। সাথে এখানকার মানুষের ভালো কাজের প্রতিভা বর্তমানে দেশব্যাপী আলোচিত হচ্ছে।

বর্ণিল আয়োজনের এ ফুটবল টুর্ণামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সমাজ কল্যাণ কর্মকর্তা তৌহিদুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ¦ নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক মহাতাব উদ্দিন, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা ফারুক হোসেন উজ্জল প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সালমা আলম, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবল হোসেন রাসেলসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠন, বেনাপোল সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ, সূধী সমাজের নেতৃবৃন্দসহ সহ¯্রাধীক ফুটবল প্রেমী দর্শক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here