৩৫ রানে ৩ উইকেট হারাল বাংলাদেশ

0
173

খবর৭১ঃ সংযুক্ত আরব আমিরাতের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গে খেলতে নেমে শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ। ২.৫ ওভারে ২৬ রান করতেই সাজঘরে সাব্বির রহমান রুম্মন ও লিটন কুমার দাস। দুজনই ক্যাচ তুলে দিয়ে ফেরেন।

ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন জাতীয় দলের তারকা ব্যাটসম্যান সাব্বির। ওপেনিং পজিশনে ব্যাটিংয়ে নেমে ৩ বল খেলে কোনো রান যোগ করার আগেই সাজঘরে ফেরেন সাব্বির।

ওয়ান ডাউনে খেলতে নেমে সুবিধা করতে পারেননি ওপেনার লিটন দাস। ৮ বলে তিন চারে ১৩ রান করে ফেরেন তিনি। তার বিদায়ে ২.৫ ওভারে ২৬ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস হেরে প্রথমে ব্যাটিং পায় বাংলাদেশ।

বাংলাদেশ: সাব্বির রহমান রুম্মন, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, লিটন দাস, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here