লুহানস্কে বোমা হামলায় প্রসিকিউটর জেনারেল নিহত

0
182

খবর৭১ঃ ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত লুহানস্কে নিজ কার্যালয়ে বোমা হামলায় রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের প্রসিকিউটর জেনারেল সের্গেই গোরেঙ্কো নিহত হয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইন্টারফাক্সের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইন্টারফাক্স নাম উল্লেখ না করে স্বঘোষিত লুহানস্ক পিপলস রিপাবলিকের জরুরি পরিষেবা সূত্রের বরাত জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে সের্গেই গোরেঙ্কোকে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে হত্যা করা হয়েছে।

অবশ্য রয়টার্স এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

রুশ বাহিনীকে দেশ থেকে তাড়ানোতে ইউক্রেন বর্তমানে বহুমুখী পাল্টা আক্রমণ চালাচ্ছে।

একটি পৃথক প্রতিবেদনে ইন্টারফ্যাক্স দক্ষিণ ইউক্রেনের অধিকৃত খেরসন অঞ্চলে একজন রাশিয়ান-স্থাপিত কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনী শুক্রবার সেখানকার প্রশাসনিক ভবনগুলোতে হামলা চালিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here