ফাইনালে নেপালকে পেল বাংলাদেশ

0
193

খবর৭১ঃ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে মোকাবেলা করবে বাংলাদেশ নারী ফুটবল দল।

সোমবার বিকাল সোয়া ৫টায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হবে।

শুক্রবার দুপুরে প্রথম সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। দলের জয়ে হ্যাটট্রিক করেন অধিনায়ক সাবিনা খাতুন।

একটি করে গোল করেন সিরাজ জাহান স্বপ্না, কৃষ্ণা রানি সরকার, তহুরা খাতুন, মাসুরা পারভীন ও ঋতুপর্ণা চাকমা।

দিনের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে যায় স্বাগতিক নেপাল।

সোমবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here