১৩০ রান করলেই ফাইনালে পাকিস্তান

0
186

খবর৭১ঃ আফগানিস্তানের বিপক্ষে জিতলেই এশিয়া কাপের ১৫তম আসরের ফাইনাল নিশ্চিত হবে পাকিস্তানের। জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন মাত্র ১৩০রান।

এর আগে সুপার ফোরে টানা দুই ম্যাচে আফগানিস্তান ও শক্তিশালী ভারতকে হারিয়ে সবার আগে ফাইনালে উঠে যায় শ্রীলংকা।

শনিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ফাইনাল ম্যাচটি শুরু হবে।

বুধবার সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।

আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে আফগানরা। ৩.২ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৩৫ রান। এরপর সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকে আফগানরা।

নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১২৯ রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান। দলের হয়ে ৩৭ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন ইবরাহিম জাদরান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here