৭০ বছরের প্রথা ভাঙলেন রানি এলিজাবেথ

0
166

খবর৭১ঃ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করেছেন লিজ ট্রাস। রীতি অনুযায়ী এদিন তিনি রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।

রানি এলিজাবেথ ব্রিটেনের সিংহাসনে বসার পর লিজ ট্রাসসহ ১৫ জন প্রধানমন্ত্রী হয়েছেন। এর মধ্যে সকলে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য লন্ডনের বাকিংহ্যাম প্যালেসে গিয়ে রানির সঙ্গে দেখা করেছেন।

তবে লিজ ট্রাসই রানি এলিজাবেথের আমলের প্রথম প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে বাকিংহ্যাম প্যালেসে গিয়ে রানির সঙ্গে দেখা করেননি।

তার বদলে তিনি রানির সঙ্গে দেখা করেছেন স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে।

গ্রীষ্মকালীন সময় কাটাতে বর্তমানে স্কটল্যান্ডে গেছেন রানি। অন্য সাধারণ সময় হলে তিনি হয়ত বাকিংহ্যাম প্যালেসে ফিরতেন। কিন্তু এখন বয়স হওয়ার কারণে তিনি লন্ডনে না এসে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে বরণ করে নিয়েছেন স্কটল্যান্ডে। এর মাধ্যমে ৭০ বছরের প্রথা ভাঙলেন রানি।

বর্তমানে ৯৬ বছর বয়সী রানি এলিজাবেথের চলাচল অনেক সীমিত হয়ে গেছে। কয়েকদিন ধরেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না তিনি।

কিছুদিন আগেও তাকে হাতে লাঠি নিয়ে হাঁটতে দেখা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here