ক্রেডিট কার্ডের মাধ্যমে সীমাতিরিক্ত ডলার খরচ, ২৭ ব্যাংককে শোকজ

0
158

খবর৭১ঃ ক্রেডিট কার্ড গ্রাহকরা বিদেশে নির্ধারিত সীমার চেয়ে বেশি ডলার খরচ করায় ২৭টি ব্যাংককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার দেশি-বিদেশি এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিশেষ পরিদর্শনে এটি ধরা পড়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, মোট ৭১টি ক্রেডিট কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার সীমাতিরিক্ত ব্যয় করা হয়েছে। এসব কার্ড ইস্যু করেছে ২৭টি ব্যাংক। তাদের কাছে সীমার বাইরে ব্যয়ের কারণ জানতে চাওয়া হয়েছে।এসব ব্যাংককে পাচ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, একজন গ্রাহক প্রতি বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারেন। বিশেষ ক্ষেত্রে তা আরও ৫০০ ডলার পর্যন্ত বেশি হতে পারে।

ক্রেডিট কার্ডে বিদেশি মুদ্রা ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের নির্ধারিত সীমা বেঁধে দেওয়ার নিয়ম থাকলেও ওই ৭১টির গ্রাহকদের বেলায় সেই নিয়ম মানেনি ব্যাংকগুলো।

সূত্রে জানা গেছে, ৭১টি ক্রেডিট কার্ডের মাধ্যমে ২০ হাজার ডলার পর্যন্ত খরচ করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে বিষয়টি ধরা পড়েছে।তবে কার্ডগুলোর গ্রাহকরা মোট কত ডলার এবং সীমার চেয়ে কত বেশি খরচ করেছেন- তা এখনো জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here