বিজয়নগরে টিভির শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

0
290

খবর ৭১: রাজধানীর বিজয়নগরে হোটেল একাত্তরের পেছনের গলিতে হামিম ইলেকট্রনিক্সের টেলিভিশনের শোরুমে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।

বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর পল্টন থানার বিজয়নগরে হোটেল একাত্তরের পেছনের গলিতে হামিম ইলেকট্রনিক্সের টিভির শোরুমে আগুন লেগেছে। সন্ধ্যা সাড়ে ৬টায় এ খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। এরপর আরও পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। সবশেষ খিলগাঁও ফায়ার স্টেশন থেকে আরও ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সবমিলিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে এখন মোট ১৩টি ইউনিট একযোগে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here