রাব্বুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
আটককৃতরা হলো ঝিনাইদহ সদর উপজেলার নতুনপাড়া আবু বকর খানের ছেলে সাইদ খান (২৮) ও মাগুরার কালুপাড়ার ইকরাম মোল্লার ছেলে মেহেদী হাসান (২১)। সীমান্তের শ্রীনাথপুর বিওপির বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। সেসময় তাদের কাছ থেকে ৫শ’ টাকার ৪৫ টি জাল নোট উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত ১টি মোটরসাইকেল আটক করা হয়। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে। মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো: তারেক বিষয়টি নিশ্চিত করেনে।