পিস্কি দখল করল রাশিয়া

0
243

খবর৭১ঃ রাশিয়ান সেনা এবং রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা দাবি করেছে তারা দোনেৎস্কের পিস্কি গ্রাম দখল করেছে। শুক্রবার এমন খবর জানায় রুশ গণমাধ্যম টাস নিউজ।

কথিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের মিলিশিয়া বাহিনীর ডেপুটি কমান্ডার ইলইয়া ইয়েমেলায়ানোভ বলেছেন, পিস্কি গ্রামটি আমাদের দখলে আছে। এটি নিশ্চিতভাবে আমরা বলতে পারি।

এর আগে বৃহ্স্পতিবার ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, রুশ সেনারা পিস্কিতে দুই দফা শক্তিশালী হামলা চালিয়েছে। কিন্তু তাদের সেই হামলা প্রতিহত করা হয়েছে।

এদিকে ইউক্রেনের বৃহৎ প্রদেশ দোনবাস দখল করার জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছে রাশিয়া। দোনবাসে দোনেৎস্ক এবং লুহানেস্ক নামে দুটি অঞ্চল রয়েছে। রুশ সেনারা ইতিমধ্যে লুহানেস্ক দখল করেছে। এখন তাদের লক্ষ্য হলো দোনেৎস্ক দখল করা।

তবে লুহানেস্ক দখল করার পর নিজেদের হামলার তীব্রতা কমিয়ে দেয় রাশিয়া।

মূলত সেনাদের বিশ্রাম দেওয়ার জন্য হামলার তীব্রতা কমিয়ে দিয়েছিল তারা। তাছাড়া যুদ্ধে অনেক সেনা হতাহত হওয়ার কারণেও কয়েকদিন হামলা স্থগিত রেখেছিল তারা।

তবে গত দুই-তিন ধরে মাইকোলাইভসহ বেশ কয়েকটি স্থানে শক্তিশালী হামলা চালিয়েছে রুশ বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here