ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0
242

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহতের ঘটনায় ঝিনাইদহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, অবিলম্বে আব্দুর রহিম হত্যাকারী আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা উল্লেখ করে পদত্যাগ দাবী করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here