ডেঙ্গুতে আরও ৬৫ জন আক্রান্ত

0
305

খবর ৭১: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬৫ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬৫ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৮ জন ও ঢাকার বাইরে ১৭ জন।

বর্তমানে সারা দেশে ৩৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৫৪ জন ও ঢাকার বাইরে ৮২ জন।

আরও বলা হয়েছে, এদিকে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে দুই হাজার ৪৯৫ জন। এর মধ্যে ঢাকার বাইরে ভর্তি রয়েছেন দুই হাজার ১১৫ জন এবং ঢাকার বাইরে ৩৮০ জন ভর্তি। সুস্থ হয়েছেন দুই হাজার ১৫১ জন। চলতি বছরে ডেঙ্গুতে এ পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here