পদ্মা সেতুতে যা যা করা যাবে না, গণবিজ্ঞপ্তিতে সতর্কতা

0
292

খবর৭১ঃ স্বপ্নের পদ্মা সেতুকে ঘিরে নানান নির্দেশনা দেওয়া থাকলেও উদ্বোধনের দিনে উচ্ছ্বাসে ভেসে গিয়েছিল এসব বিধি-নিষেধ। তবে সেই বিধি-নিষেধ মনে করিয়ে দিতে সেতুকে ঘিরে বেশ কিছু নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে সতর্কতা জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

রবিবার এই গণবিজ্ঞপ্তি জারি করে বলা হয়, “পদ্মা সেতু একটি অতিগুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা বিধায় সেতু পারাপারে সর্বসাধারণকে উপরোক্ত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা যাচ্ছে।”

সেতু মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব এ এস এম রিয়াদ হাসান জানান, ‘উদ্বোধনের আগেও গণবিজ্ঞপ্তিটা একবার দেওয়া হয়েছিল। আজকে আবার নতুন করে দেওয়া হলো।’

যা যা করা যাবে না:

১. পদ্মা সেতুর উপর অনুমোদিত গতিসীমা ৬০ কিলোমিটার/ঘণ্টা।

২. পদ্মা সেতুর উপর যে কোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর উপরে দাঁড়িয়ে ছবি তোলা/হাঁটা সম্পূর্ণ নিষেধ।

৩. তিন চাকা বিশিষ্ট যানবাহন (রিকশা, ভ্যান, অটোরিকশা ইত্যাদি), পায়ে হেঁটে, সাইকেল বা নন-মটোরাইজড গাড়ি যোগে সেতু পারাপার হওয়া যাবে না।

৪. গাড়ির বড়ির চেয়ে বেশি চওড়া এবং ৫.৭ মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতুর উপর দিয়ে পারাপার করা যাবে না।

৫. সেতুর উপরে কোনো ধরনের ময়লা ফেলা যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here