খবর৭১ঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে থাকলেও একনো পুরোপুরি নেভেনি। ডিপোর ভেতরে এখনও আগুন জ্বলছে।
মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের মবিলাইজিং অফিসার কফিল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
কফিল উদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলেছি। আগুন এখনও নেভেনি বলে নিশ্চিত করেছেন তারা।’
‘কিছু কনটেইনারের ভেতরে এখনও আগুন জ্বলছে। পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করে যাচ্ছেন। সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন।’ বলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা।
কফিল উদ্দিন জানান, ফায়ার সার্ভিস কর্মীরা কনটেইনারের মুখ খুলে পানি দিচ্ছেন। তারপর সেগুলোকে আলাদা করে রাখা হচ্ছে।
গত শনিবার রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকার প্রাইভেট আইসিটি বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। সংশ্লিষ্টরা জানান, রাতে একটি কনটেইনারে আগুন লাগে। পরে সেটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আগুন ডিপোর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।