উত্তরায় প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ২

0
335

খবর৭১ঃ  রাজধানীর উত্তরায় প্রাইভেটকার ও সিএনজ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ মে) সকাল ৭টায় উত্তরা পশ্চিম থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশা চালক তৈবুর আলী (৬৫) ও যাত্রী তাইফুর রহমান রাতুল (২৮)
গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক প্রথমে তৈবুর আলী ও পরে তাইফুর রহমান রাতুলকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আখতারুজ্জামান জানান, উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের সিঙ্গার শোরুম মোড়ে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। তাদের লাশ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারের চালক বুলবুল আহমেদ আমাদের হেফাজতে আছে ও এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

নিহত তৈবুর আলীর ছেলে তরিকুল বলেন, খবর পেয়ে আমি ঢাকা মেডিক্যালে আসি, এসে দেখি আমার বাবা আর নেই। এ ঘটনায় বাবার অটোরিকশায় থাকা যাত্রী রাতুল নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here