খবর৭১ঃ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে ঘরে ফিরছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। এ রুটে ফেরি সংকট থাকায় তীব্র যানজট দেখা গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন ঈদযাত্রায় ঘরে ফেরা হাজার হাজার মানুষ।
এদিকে লঞ্চ কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত যাত্রী বহন করবেন না তারা। এছাড়াও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে, যতই যানবাহন আসুক না কেন, তারা পারাপার করতে সক্ষম।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সরেজমিন দেখা গেছে, ঈদযাত্রার দ্বিতীয় দিনে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের দীর্ঘ সারি। পারের জন্য অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা। তারপরও স্বজনদের সঙ্গে দীর্ঘদিন পর ঘরে ফিরতে পেরে স্বস্তিতে যাত্রীরা।
আজও ছোট যানবাহনের চাপ কিছুটা বেশি। এছাড়াও দুটি ফেরি বিকল থাকায় ফেরি সংকটে নাভিশ্বাস অবস্থা যাত্রীদের।
লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম খান জানান, যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের ডিজিএম শাহ খালেদ নেওয়াজ জানান, যানবাহন যতই আসুক না কেন, কোনো সমস্যা হবে না। সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় ১৯টি ফেরি চলাচল করছে।