মিরসরাইয়ের হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

0
240

রেদোয়ান হোসেন জনি, মিরসরাই প্রতিনিধি:

মিরসরাই উপজেলার সর্বপ্রথম ও সর্বাধিক প্রচারিত অনলাইন পত্রিকা মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম পাঠক ফোরাম কুয়েতের উদ্যোগে করেরহাট ইউনিয়নের হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) উপজেলার করেরহাট ইউনিয়নের সাইবেনির খিল আল ইকরাম মাদ্রাসা প্রাঙ্গণে ঈদ উপহার বিতরণ করা হয়। মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক মোহাম্মদ আকতার হোসেনের সঞ্চালনায় এবং মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দিন, সাইবেনির খিল এলাকার সর্দার হুমায়ুন কবির, মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকমের চীফ রিপোর্টার রেদোয়ান হোসেন জনি, প্রতিনিধি নাজমুল ইসলাম শামীম, আলিম উল্ল্যাহ রিপন, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অনির্বাণ ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন প্রমুখ।

এসময় মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক এম আনোয়ার হোসেন বলেন, অতীতেও মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম পাঠক ফোরাম কুয়েতের উদ্যোগে বিভিন্ন রকমের সহযোগিতা প্রদান করা হয়েছে। বিশেষ করে করোনাকালীন অক্সিজেন সিলিন্ডার প্রদান ছিল উল্লেখযোগ্য। এছাড়াও বিভিন্ন সময় অসুস্থ মানুষের জন্য সহযোগিতা ও গরীব মেয়ের বিয়ের জন্য অনুদান প্রদানের মতো কাজগুলো মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম পাঠক ফোরাম কুয়েত করে আসছে। আগামীতেও এমন কর্মকান্ডের ধারাবাহিকতা রক্ষার্থে সকলের সহযোগিতা কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here