এবার রাশিয়া-বেলারুশের ওপর উইম্বলডনের নিষেধাজ্ঞা

0
299

খবর৭১ঃ বছরের তৃতীয় গ্র্যান্ডস্লাম উইম্বলডনে রাশিয়া ও বেলারুশের টেনিসারদের অংশ নিতে দেওয়া হবে না।

গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বুধবার এমন ঘোষণা দেবে উইম্বলডনের আয়োজক অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব।

২৭ জুন শুরু হবে উইম্বলডন ২০২২। শেষ হবে ১০ জুলাই।

মূলত রাশিয়া ইউক্রেনে হামলা চালানোয় ও বেলারুশ এ হামলায় সমর্থন জানানোয় এই দুই দেশের টেনিসারদের উইম্বলডনে প্রতিযোগিতা করতে দেওয়া হবে না।

আর এ নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবেন রাশিয়ান পুরুষ টেনিসার দানিল মেদভেদেভ এবং বেলারুশের নারী টেনিসার আরইয়ানা সাবালেঙ্কা।

পুরুষদের র্যা ঙ্কিংয়ে বর্তমানে দ্বিতীয়স্থানে আছেন দানিল মেদভেদেভ। অন্যদিকে বেলারুশ সুন্দরী আরইয়ানা আছেন মেয়েদের র্যা ঙ্কিংয়ের চতুর্থস্থানে।

এদিকে রাশিয়া ও বেলারুশের টেনিসারদের উইম্বলডনে প্রতিযোগিতা করতে না দিলেও তারা বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম ফ্রেঞ্চ ওপেনে অংশ নিতে পারবেন। মে মাসে হবে ফ্রেঞ্চ ওপেন।

ইংল্যান্ডের সরকারের কাছে উইম্বলডন কর্তৃপক্ষ রাশিয়া ও বেলারুশের টেনিসারদের অংশগ্রহণ নিয়ে পরামর্শ চেয়েছিল। সরকারের তরফ থেকে বলা হয়েছে, রাশিয়া-বেলারুশের পতাকাবহনকারী কোনো টেনিসারকে অংশ নিতে দেওয়া ঠিক হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here