রেদোয়ান হোসেন জনি, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: িমিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। রবিবার বিকেলে কমফোর্ট হাসপাতালে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে দোয়া মুনাজাত পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী। মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা.এসএ ফারুক। এসময় উপস্থিত ছিলেন ডা. আহম্মেদ মাইনুল ইসলাম, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম জোসেফ, সহ-সভাপতি নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আবুল খায়ের, সদস্য ফরিদ উদ্দিন খন্দকার, ডা. প্রবাল পাল প্রমুখ।