খবর৭১ঃ আফগানিস্তানে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৪৭ জনে। গত শনিবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় দু’টি প্রদেশে হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। রোববার (১৭ এপ্রিল) কাবুলের সরকারি কর্মকর্তারা একথা জানান।
গত শনিবার (১৬ এপ্রিল) আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোশত এবং কুনার প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান বিমান বাহিনী।
খোশত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক পরিচালক শাবির আহমদ ওসমানী বলেন, এই প্রদেশে বিমান হামলায় নারী ও শিশুসহ ৪১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ২২ জন।’
অন্যদিকে কুনার প্রদেশে বিমান হামলায় ৬ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সেখানকার কর্মকর্তারা।
মূলত আফগান সীমান্তে গত বৃহস্পতিবারের সন্ত্রাসী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর এই বিমান হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ৭ সেনা হত্যার প্রতিশোধ নিতেই আফগান ভূখণ্ডে বোমাবর্ষণ করেছে পাকিস্তান।
সূত্র: আল-জাজিরা