আরও বড় চমক’ নিয়ে আসছেন ইমরান খান

0
167

খবর৭১ঃ ফারুখ হাবিব নামে পিটিআইয়ের একজন সিনিয়ন নেতা জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২১ এপ্রিল জনগণের জন্য বড় চমক নিয়ে হাজির হবেন।

২১ এপ্রিল লাহোরে জনসভা করবেন ইমরান।

ফারুখ হাবিব জানান, এদিন লাহোরের মিনারই-পাকিস্তানে জনগেণের উদ্দেশে বড় ঘোষণা দেবেন সাবেক প্রধানমন্ত্রী।

এ ব্যাপারে তিনি বলেন, এই ঘোষণাটি ইমরান খানের আগের ঘোষণার চেয়েও বড় চমক হবে।

ওই নেতা জানান, ইতিমধ্যেই তারা তাদের বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন। তারা বিভিন্ন জায়গায় জনসভা করবেন। নারী, আইনজীবী ও মানবাধিকার কর্মীদের নিয়ে আলাদা সভা করবেন।

ফারুখ হাবিব আরও বলেন, আমরা শাহবাজ শরীফকে স্পষ্ট বার্তা দিতে চাই। পাকিস্তানে কোনো আমদানীকৃত সরকার চলবে না। আমরা সরকারকে তাদের কার্যক্রম চালাতে দেব না।

এদিকে সোমবার পাকিস্তানের জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করেন ইমরান খান। দুর্নীতিবাজ ও আমদানিকৃত সরকারের সঙ্গে একই পরিষদে বসতে পারবেন না এই কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

পদত্যাগ করার পর দ্রুততম সময়ের মধ্যে পাকিস্তানে নতুন নির্বাচন আয়োজন করার দাবি জানিয়েছেন ইমরান খান। তবে তার এ দাবি আপাতত মানবে না শাহবাজ শরীফের নেতৃত্বাধীন নতুন সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here